-"মা"- (নষ্ট ক্যাঁপাচিটার)
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ৩০ মার্চ, ২০১৫, ১২:৪৮:৪২ দুপুর
দিপুর মা মারা যায় কিছুদিন আগে, দিপুর বাবা কয়েকদিন পরেই নতুন একটা বিয়ে করলো........
একদিন দিপুর বাবা দিপুকে বললো... আচ্ছা বাবা, তোমার আগের মা সত্যবাদী , নাকি নতুন মা সত্যবাদী.. ..??
দিপু উত্তর দিলো আব্বা আমার আগের মা মিথ্যা কথা বলতো আর নতুন মা মিথ্যে কখা বলে না।
দিপুর বাবা বললো... কেন আগের মা মিথ্যে বলতো..???
দিপু এবার উত্তর দিলো___মা যখন বেচে ছিল, তখন আমি নানা রকম দুষ্টমি করতাম এবং শয়তানি করতাম। তখন মা বলছিল যে ও সব করলে তোমাকে খাবার দিবো না।
কিন্তু ঠিক যখন রাত নেমে আসতো তখন আমার জন্মদাতা মা আমাকে খুজে বের করে খুব আদর করে আমাকে কার নিজের হাতে খাওয়াতেন।
আর বর্তমানের মা এই কারনে সত্যবাদি যে__তিনি আমাকে বলেছিলেন তোমাকে আর খেতে দিবো না। ঠিক নতুন মায়ের কথা এবং কাজটি সত্যই....কারন আজ ৩ দিন ধরে আমাকে খেতে দিচ্ছেন না।
তাই আমি মনে করি নতুন মায়েই সত্যবাদী।
....whatapp এ কে জানি পাঠিয়ে দিলো রেকর্ডটি। শুনে দু-চোখের কোনায় একটু পানি চলে এলো।
...সবার উপরেই "মা"
তার পায়ের নিচেই সন্তানের বেহেস্থ --- লাভ ইউ "মা"
"মা"
বিষয়: বিবিধ
১২০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আবারো ভাললাগানোর জন্য।
মন্তব্য করতে লগইন করুন